ছোট ছোট চেষ্টা, সঙ্গে অনেক ভুল
তাদের মধ্যেই ফুটে আছে কুঁড়ি আর ফুল
নরম আঙ্গুল ওদের, জানে নাকো ভাষা
পৃথিবীটা হোক রঙিন, এই শুধু মনে আশা
কত রং এলোমেলো হয়ে, মিলে গেল শেষে
ছবি আর কথা এক হয়ে গেল, ছোট্ট মনের ক্যানভাসে
ওরা জানে না, কেমন হয় দুঃখ অথবা মানবিক সুখ
শুধুই হাতে রং তুলি খুঁটিনাটি, আর সহস্র হাসি মুখ
ওদের ভাবনা ও নান্দনিক মূল্যবোধের তুলনা করতে যাওয়া আমাদের ধৃষ্টতা। তাই ছোট্ট বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আবার এল হরেক রকম হাতের কাজের ডালি।নিত্যনতুন ছোট ছোট জিনিস দিয়ে তারা আকার দিয়েছে তাদের শিশু-ভাবনার। আর আমরা ভাবনা সেলাম জানাই।
ছোট্ট বন্ধুদের অনেক ভালোবাসা সহ,
সম্পাদক- নবপত্রিকা
** আপনারাও আপনার ছোট্ট জিনিয়াসের ছবি/ হাতের কাজ/ লেখা পাঠাতে পারেন আমাদের E- দপ্তরে এই ঠিকানায় info.amarbanglavasa@gmail.com । নাম, শ্রেণী, বয়স ও স্কুলের বিবরণ লিখতে ভুলবেন না।
No comments:
Post a Comment