বৃষ্টির সাথে প্রেমিক মনের যোগ অনেকদিন। নাহ, নেহাত কবিভাবনার জন্য নয়, তবে অবশ্যই সেই কথাগুলোর জন্য যারা অনর্গল বয়ে চলে আমাদের মনে, কোনও এক বর্ষণমুখর দিনে। সেটা শ্রাবণের বিকেলে ছাদে দাঁড়িয়ে থাকার সময় পুব দিক থেকে ছেয়ে আশা নিবিড় ঘনঘটা হোক, অথবা নিত্যদিনের মতো বৃষ্টিস্নাত ছাতামাথায় হঠাৎ কোনও অজানা ভাবনার গলিতে হারিয়ে যাওয়া হোক- কবিতার আনাগোনা লেগে থাকে সর্বক্ষণ। হয়ত পাতার ডগায় জমে থাকা টলমলে জলবিন্দুর মতই আমাদের ভাবনা- ইচ্ছা- আক্ষেপ সব কিছু যেন শিথিলভাবে দোলাচালে থাকে। কখনও আমরা ভীতু, কখনও ভীষণ দুঃখ, কখনও দুহাত মেলে তাকে ছুঁয়ে দেখার তৃষ্ণা; হয়ত বা বৃষ্টি হল শুধুই একটু সত্যি বলার দিন-নিজের কাছে।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
সম্পাদক-নবপত্রিকা
বিশেষ দ্রষ্টব্য- এখানে প্রকাশিত কোনও লেখা নিয়ে আপনার মতামত/অভিযোগ/মন্তব্য জানাতে আমাদের E-দপ্তরে চিঠি পাঠান info.amarbanglavasa@gmail.com
Arghadip er kobita khub bhalo laglo. Akta bristibheja taja batash montake chue gyalo!!!seisonge ektu ki bisonnyatao moner modhye basa bandhe na !!!!
ReplyDeletesundor lekha...
ReplyDelete