বানিজ্যে বসতেঃ লক্ষ্মী
শুনতে একটু অবাক লাগছে? ভাবছেন হয়ত বাড়াবাড়ি হয়ে গেল না তো?
এত ভাবার কোনও কারণ নেই। আপামর জনসাধারণের বিশ্বাস "বানিজ্যে বসতেঃ লক্ষ্মী"। বাঙালি ব্যবসা-বিমুখ- এই তকমা অনেকদিন হল গেছে। যেখানে গ্রাম থেকে শহরে নতুন নতুন চিন্তা- প্রচেষ্টা- উদ্যোগ ছড়িয়ে পড়ছে, সেখানে আমরাই বা কেন পিছিয়ে থাকব, পিছিয়ে যাব তাদের কথা বৃহত্তর বঙ্গ-সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে?
আপনি যদি কোনও ব্যবসা- বাণিজ্যের সাথে যুক্ত থাকেন, তাহলে আমাদের পাঠাতে পারেন আপনার বিজ্ঞাপনের তথ্য ( নাম, ঠিকানা, বিবরণ, লোগো/ প্রতীক, যোগাযোগ ইত্যাদি) আমাদের E-দপ্তরে info.amarbanglavasa@gmail.com।
সম্পূর্ণ বিনামূল্যে আপনার ব্যবসায়িক/ বিজ্ঞাপনের তথ্য প্রকাশিত হবে আমাদের পত্রিকায়। পৌঁছে যাবে ওয়েব দুনিয়ায় ছড়িয়ে থাকা অজস্র বঙ্গবাসীর কাছে।
এমনকি আপনার জানা পরিচিত কারও কোনও উদ্যোগ থাকলে তাও আমাদের জানাতে পারেন।
আপনার ব্যবসায়িক সাফল্যের কাহিনী আমাদের সাথে ভাগ করে নিতে পারেন ১০০০ শব্দের মধ্যে। হতে পারে, তা উদ্বুদ্ধ করবে অন্য সকলকে।
বিশেষ দ্রষ্টব্য -আপনার পাঠানো বিজ্ঞাপন, প্রকৃত অনুসন্ধানের সাপক্ষে প্রকাশিত হবে। দয়া করে কোনও আর্থিক লেনদেন, পত্র-মিতালি, চাকরি সংক্রান্ত বিজ্ঞাপন পাঠাবেন না।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
আপনার ব্যবসায়িক সাফল্যের কাহিনী আমাদের সাথে ভাগ করে নিতে পারেন ১০০০ শব্দের মধ্যে। হতে পারে, তা উদ্বুদ্ধ করবে অন্য সকলকে।
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment