Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, August 13, 2015

ছোটদের জন্য

খেলনাবাটি

কেমন আছো ছোট্ট বন্ধুরা? মনে আছে তো পূজোর কথা? মা দুর্গা সিংহের পিঠে চেপে আবার আসছেন মর্ত্যে আমাদের সাথে দেখা করতে। সঙ্গে তার পুরো পরিবার। নাদুস নুদুস গণেশ, বুদ্ধিমান কার্ত্তিক, জ্ঞানের দেবী সরস্বতী আর ধনদাত্রী মা লক্ষ্মী; সঙ্গে তাদের আরও চার বাহন। আর আসছে দুষ্টু মহিষাসুর। কেমন কাটতে চলেছে তোমার এবারের পূজো? কি এবারের প্ল্যান? মা-বাবার সাথে গতবার কোন কোন প্যান্ডেল দেখা হয়েছিল? আর এবারেই বা কোথায় কোথায় কোথায় যাবে? নতুন জামা- ফ্রক- ঘড়ি সব হয়েছে তো? দাদু-দিম্মা কবে আসছেন? অথবা এবারে মা-বাবার সাথে অন্য কোথাও দূরে যাবার প্ল্যান- ঘুরতে যাচ্ছ?

উফ! কত প্রশ্ন তাই না? কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে নিয়ে। তোমার "পূজোর প্রস্তুতি" আমাদের লিখে পাঠাও। যদি আঁকতে ভালোবাসো তাহলে চটপট রং পেন্সিল/ জলরং দিয়ে এঁকে ফেলো "দুর্গা মায়ের ছবি" আর পাঠিয়ে দাও আমাদের। তোমার কোনও পুরনো ছবি, কবিতা থাকলে তাও পাঠাতে পার। আরও আছে, তোমার আবৃত্তি, গান ভাল লাগলে রেকর্ড করে ফেলো আর সকলকে শোনাতে আমাদের পাঠাও। তোমার সব লেখা, গান ছবি প্রকাশিত হবে আমাদের পত্রিকায় আর পৌঁছে যাবে তোমার মত আরও কত ছোট্ট বন্ধুদের কাছে। কি, পাঠাবে তো?

আমাদের E-দপ্তরের ঠিকানা info.amarbanglavasa@gmail.com । আমরা তোমার জন্য অপেক্ষায় রইলাম।

বিশেষ দ্রষ্টব্য - শুধুমাত্র নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য।

ভালবাসা জানিয়ে,
সম্পাদক-
নবপত্রিকা

No comments:

Post a Comment