বিদ্রোহী
অস্ত্র যেদিন নামিয়ে নেবে মাথা,
শুকিয়ে যাবে, চোয়াল ভাঙা রক্ত
বারুদ যেদিন ধুয়ে যাবে চোখের জলে
কাঠের তরবারি হবে অসির চেয়ে বেশি শক্ত
শুকিয়ে যাবে, চোয়াল ভাঙা রক্ত
বারুদ যেদিন ধুয়ে যাবে চোখের জলে
কাঠের তরবারি হবে অসির চেয়ে বেশি শক্ত
আমি স্বপ্ন দেখি সেই সূর্যের
যেদিন কাঁটাতারে গাঁথা হবে ফুল
বিবেক যেদিন পুড়িয়ে দেবে ধর্ম
সৈনিক ধরবে মৃত শিশুর আঙ্গুল
যেদিন কাঁটাতারে গাঁথা হবে ফুল
বিবেক যেদিন পুড়িয়ে দেবে ধর্ম
সৈনিক ধরবে মৃত শিশুর আঙ্গুল
আমি বিদ্রোহী, রক্তে ভেজা আমার বুক
ভয় পাইনা কোনও পতাকা, কোনও ঈশ্বরের ছবি
যদি ভাবো, চাবুকের দংশন মূক করবে আমায়
জেনে রেখো, আমিও একজন কবি
ভয় পাইনা কোনও পতাকা, কোনও ঈশ্বরের ছবি
যদি ভাবো, চাবুকের দংশন মূক করবে আমায়
জেনে রেখো, আমিও একজন কবি
No comments:
Post a Comment