Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday, August 24, 2015

প্রশ্নেরা


আবৃত্তি শুনুন
কখনও ভেবেছ, কেন কঠিন প্রশ্নেরা উত্তর খুঁজে বেড়ায়সরল কবিতার মায়াজালে?কখনও ভেবেছ, কেন সব "পাওয়া-গুলোর" মাঝে..নিঃস্ব মন থমকে দাড়ায় নির্বাক আয়নার সামনে?......
Posted by Life: Unplugged on Monday, August 24, 2015


প্রশ্নেরা

কখনও ভেবেছ, কেন কঠিন প্রশ্নেরা উত্তর খুঁজে বেড়ায়
সরল কবিতার মায়াজালে?
কখনও ভেবেছ, কেন সব "পাওয়া-গুলোর" মাঝে..
নিঃস্ব মন থমকে দাড়ায় নির্বাক আয়নার সামনে?
ভেবেছ কখনও, কেন সকালগুলো রোজ অন্য রকম হয়..
ঘুমের নিবিড় আবেশ থেকে নতুন জীবন খুলে দেয় তোমায়?
কেন রোজ চেনা মানুষগুলো মুখোশ পাল্টে
ক্রুর হাসি হাসে অন্ধ কানাগলির মাঝে...
আবার ভেবেছ কখনও, কেন সেই কাগজ-বিলি করা ছেলেটা
রোজ তোমার গাড়ির সামনে এসে হাসিতে ভরিয়ে দেয় সকাল
কখনও ভেবেছ , কেন হঠাৎ পুজোর ভিড়ে, অন্যের শিশুর নরম হাত
ছুঁয়ে ডাকে তোমায়, অনাবিল কোমলতায় তোমার ক্লান্তি হরণ করে এক মুহুর্তে...
কেন..রোজ বাস স্টপে সেই মেয়েটা...
রোজ অফিস যেতে যেতে একদিন আসা বন্ধ করে দিল..
অথবা..কোনো অচেনা প্রেমিকার ..উন্মুক্ত ওড়নার নরম নির্যাস
তোমার ময়দানের বিকেলকে করে দিল এত রঙিন ?
কিম্বা মাতাল গ্লাস এর নিচে জমতে থাকা দুঃখ
কেন এত সহজে বিষপানের মত মধুর হয়ে উঠলো...
প্রশ্ন জাগে মনে, যখন আমার একলা মন...
রোজ আমাকেই খুঁজে বেড়ায় নানা মুহুর্তে..নানা ভাবে
..খুঁজে বেড়ায় মেদুর-মধুর ঘটনা প্রবাহকে 
যেখানে আছি শুধু আমি..আর আমার নিবিড় প্রশ্নেরা

No comments:

Post a Comment