কবিতা কখনও সময় বা কাল বোঝে না। শুধু আলেয়ার মত আসে আর যায়। কখনও নিবিড় চিন্তায়, কখনও আনমনে। কখনও বা ব্যস্ত দিনের কোনও এক অজানা মুহূর্তে, কখনও বৃষ্টিস্নাত শহরের দিকে তাকিয়ে, কখনও বা যখন খুব একলা মনে হয়। শব্দের আনাগোনা চলে সারাক্ষণ। আর তাই বোঝা যায়, যে শহরের কংক্রিটের জড়তাতেও কবিমন চির সবুজ, কবিতার লাইনে লাইনে।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment