আমাদের কবিতা কলামে, নতুন ভাবনারা বারে বারে উঁকি দিয়ে যাচ্ছে। কথা প্রেম ভালোবাসা দুঃখ সমাজ জীবন রোজনামচা - এ সব কিছু নিয়েই লেখা আসছে। যেমন আজকের লেখাটি পাঠিয়েছেন শাদমান আখতার, বাংলাদেশ।
ধন্যবাদ শাদমান আপনার লেখাটি পাঠানোর জন্য।
আপনিও কবিতা লেখেন? ছন্দ সহ বা ছাড়া। অথবা কোনো পুরনো ডায়েরি তে জমে থাকা কবিতা। পুরনো হোক বা নতুন, আপনার ভালোলাগা ভালোবাসা জড়িয়ে রয়েছে তার সাথে। অথবা আবৃত্তি করতে ভাল্বাসেন? তাহলে, লিখে পাঠান আপনার অপ্রকাশিত কবিতার গুচ্ছ অথবা আবৃত্তির রেকর্ডিং; আমরা তা পৌঁছে দেব কবিতাপ্রেমী সাধারণের কাছে। নাম ও বিবরণ সহ যোগাযোগ করুন আমাদের E-দপ্তরে info.amarbanglavasa@gmail.com ।
আমরা রইলাম আপনার অপেক্ষায়।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
প্রেম এসেও না আসার বেদনা, মনের একটা শুন্যতার অসহনীয় ভাব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । শাদমান আখতার আপনাকে ধণ্যবাদ জানাই ।
ReplyDeleteপ্রেম এসেও না আসার বেদনা, মনের একটা শুন্যতার অসহনীয় ভাব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । শাদমান আখতার আপনাকে ধণ্যবাদ জানাই ।
ReplyDelete