মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।
কবি অতুলপ্রসাদের এই কথা দিয়েই শুরু হোক আমাদের পথ চলা। ভাবনারা অনেকদিন ধরেই বাসা বেঁধেছিল মনে, এবার সেই কল্পনার পাখা মেলার সময় এসে গেল। কবিতা, গান, ভালবাসা, নাটক থেকে কলেজ স্ট্রিট, কিম্বা পদ্মার মাঝিগান থেকে পৌষ মেলার বাউল সঙ্গীত; হাওড়া ব্রিজ থেকে লস আঞ্জেলেস এই ভাষা জুড়ে আছে বৃহত্তর বাঙ্গালির জীবনে। জুড়ে আছে না বলা কথা, নস্টালজিয়া, আড্ডা, আলোচনা। এসব কিছুকে এক সুত্রে বাঁধতে প্রকাশিত হল এই পত্রিকা।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment