নিয়মিত লেখক হন!
আপনি কি নিয়মিত লেখেন? গল্প-প্রতিবেদন-আলোচনা-বিতর্ক-কবিতা এসব কি আপনাকে ভাবায়? কখনও মুহূর্তরা গল্প হয়ে ধরা দেয়, আবার কখনও তা কবিতা হয়ে বৃষ্টির মত ঝরে পড়ে? অথবা আপনি বলতে চান অনেক কিছু, মনের মধ্যে তিলতিল করে জমে আছে কোনও দ্বিতীয় বসন্তের কথা। মতামত জানাতে চান আপনার আশেপাশে ঘটে চলা সামাজিক- রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে? অথবা শুধুই ভালবাসেন আঙ্কতে-গান গাইতে- আবৃত্তি করতে। আমরা সম্মান জানাবো আপনার নান্দনিক চিন্তাবোধের।
অনলাইনে আপনার ই-মেলের মাধ্যমে সদস্য পদ গ্রহণ করুন, এবং নিয়মিত লিখুন নিজের কলামে।
আবেদন করুন আপনার পছন্দের বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আমাদের E-দপ্তরে info.amarbanglavasa@gmail.com ।
আমরা তৈরী করে দেব আপনার নিজস্ব পেজ যেখানে থাকবে আপনার লেখা। গান/আবৃত্তি এর রেকর্ডিং পাঠান mp3-ফরম্যাটে। আপনার নাম, বিবরণ অবশ্যই উল্লেখ করবেন।
আমরা রইলাম আপনার অপেক্ষায়।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
সম্পাদক-নবপত্রিকা
নিয়মিত লেখাা পাঠাতে হলে কি করতে হবে ..?
ReplyDelete