ভিজতে চাই নেমে আসা সব
অঝোর বিন্দুর মাঝে...
ভিজতে চাই সুখের লালসায়...
আমরণ দুখের সাঁঝে...
লিখতে চাই না আর কোনো..
অশ্রু-ঝরা কবিতার লাইন..
বন্ধ করতে চাই সেই ডায়েরি ..যাতে মিশেছিল
"না-পাওয়ার" অজস্র বিষ
অঝোর বিন্দুর মাঝে...
ভিজতে চাই সুখের লালসায়...
আমরণ দুখের সাঁঝে...
লিখতে চাই না আর কোনো..
অশ্রু-ঝরা কবিতার লাইন..
বন্ধ করতে চাই সেই ডায়েরি ..যাতে মিশেছিল
"না-পাওয়ার" অজস্র বিষ
শুধু বাঁচতে চাই খোলা আকাশের নিচে
প্রশস্ত দুহাতে আঁকড়ে ধরতে চাই আমার উড়ো- চিঠি জীবন
প্রত্যুষের সাথে...মেলে দিতে চাই দিগন্ত-জোড়া ডানা
চলে যেতে চাই সেইখানে..যেথায় অমলিন আমার বেদুইন মন
প্রশস্ত দুহাতে আঁকড়ে ধরতে চাই আমার উড়ো- চিঠি জীবন
প্রত্যুষের সাথে...মেলে দিতে চাই দিগন্ত-জোড়া ডানা
চলে যেতে চাই সেইখানে..যেথায় অমলিন আমার বেদুইন মন
No comments:
Post a Comment