Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, August 13, 2015

কবিতা

আবার তুমি কবিতা

বাঙালির কাব্য রসনা তৃপ্ত করা মুখের কথা নয়। সে আদি গীতগোবিন্দ হোক, কিম্বা গীতাঞ্জলী। সুখে-দুখে-স্বাধীনতায়-আবেগে কবিতার লাইনে বয়েছে কালবৈশাখী। কখনও বৃষ্টি হয়ে ঝরে পড়েছে কোনও প্রেমিক দুপুরে, কখনও তা হয়েছে চিলে কোঠার ছাদে দাঁড়িয়ে সূর্যাস্তের আবৃত্তি। তাই ফিরে এলাম সেই বাঙালির কাছে। আমরা পেরেছি, আমরাই পারব।

কবিতা লেখেন? ছন্দ সহ বা ছাড়া। অথবা কোনো পুরনো ডায়েরি তে জমে থাকা কবিতা। পুরনো হোক বা নতুন, আপনার ভালোলাগা ভালোবাসা জড়িয়ে রয়েছে তার সাথে। জড়িয়ে আছে আপনার আবেগ। আমরা সমাদর করি আপনার কবি-সত্তার। আপনি যদি নাও বা লেখেন, আপনার জানা পরিচিত কেউ এমন আছে, যিনি ভালবাসেন সমাজ-প্রেম-জীবন নিয়ে কবিতা লিখতে? অথবা হয়ত আপনিই ভাবছেন আবার শুরু করবেন লেখা, নতুন করে। তাহলে, লিখে পাঠান আপনার অপ্রকাশিত কবিতার গুচ্ছ; আমরা তা পৌঁছে দেব কবিতাপ্রেমী সাধারণের কাছে।

নাম ও বিবরণ সহ যোগাযোগ করুন আমাদের E-দপ্তরে info.amarbanglavasa@gmail.com
এমনকি নিয়মিত লিখতে চাইলে বিনামূল্যে সদস্য-পদ গ্রহণ করুন এবং আপনার লেখার বিষয় লিখে পাঠান। একটি সম্পূর্ণ পাতা খুলে দেওয়া হবে আপনার কবিতার বিষয়ের ওপর, যেখানে আপনি নিয়মিত লিখতে পারবেন ও পাঠকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

আমরা রইলাম আপনার অপেক্ষায়।

ধন্যবাদান্তে,
সম্পাদক-
নবপত্রিকা

No comments:

Post a Comment