ছবিকথা
ছবি অনেক কথা বলে, তাই না? কখনও আলো ছায়া, কখনও রোমান্টিকতা, কখনও বা প্রতিবাদের অঙ্গীকার। কখনও তা সমাজের কাছে বৃহত্তর প্রশ্ন, কখনও তা বৃষ্টি- সিক্ত বিকেলের মন ভেঙ্গে যাবার কথা। কখনও তুলির টানে রঙের বিদ্রোহ, অথবা নেহাত পেন্সিলের টানে হঠাত এঁকে ফেলা "তার" স্কেচ। আবার তা কখনও ক্যামেরায় বন্দী কুমারটুলি- বাগবাজার। এ শহর গল্পের কারখানা। আর সেই গল্পরা আরও সজীব হয়ে ওঠে এইসব ছবির আলোয়।
আর আমরা খুঁজছি সেই ছবি।
আজ শিল্পীর ভিড় কম নয় এই শহরে। তাদের মধ্যে একটু আলদা করে চিনতে, আমরা দিচ্ছি সুযোগ। আপনার আঁকা/ তোলা ছবি পাঠিয়ে দিন আমাদের E- দপ্তরে info.amarbanglavasa@gmail.com নাম ও বিবরণ সহ। আঁকা ছবির ক্ষেত্রে স্ক্যান করে ছবি পাঠান। আপনার ছবি প্রকাশিত হবে আমাদের পত্রিকায় আর পৌঁছে যাবে অসংখ্য সৃষ্টি প্রেমী মানুষের কাছে।
বিশেষ দ্রষ্টব্য - ১) ছবিগুলি যেন আপনার আঁকা/ তোলা হয়। ছবি প্রকাশিত হবার আগে তার তথ্য অনুসন্ধান করা হবে।
২) আপনার দেওয়া ছবি আমাদের অমুল্য সম্পদ। তাই সমস্ত ছবি আপনার কপিরাইটেড হবে।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
২) আপনার দেওয়া ছবি আমাদের অমুল্য সম্পদ। তাই সমস্ত ছবি আপনার কপিরাইটেড হবে।
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment