আজ একটু অন্য ভাবে শুরু করব। কবিতা অবশ্যই, তবে প্রসঙ্গটা আজ বেশ অন্য রকম। প্রেম-দুঃখ-বেদনা-জীবন-সমাজ-দেশ-বিদ্রোহ এসব অনেক কিছু নিয়েই তো কবিতা হল। নিজেকে নিয়ে কবিতা লিখলে কেমন হয়? এই যেমন "চু কিত কিত"। শুনে হয়তো মনে আসছে-ছোটবেলার দিন, ফেলে আসা বাড়ির উঠোন, পাশের বাড়ির বন্ধুরা; মনে পড়ছে তো? কিন্তু হয়তো আরও বেশি করে মনে পড়ছে সেই মুহূর্তগুলোর কথা, যেগুলো হয়ত কাটার কথা ছিল একভাবে, কিন্তু আসলে সেভাবে আনন্দের সাথে উপভোগ করা হয়ে ওঠেনি। কখনও পড়াশোনার চাপ, কখনও বা সামাজিক দায়িত্ব, হয়তো কখন সংসারের ভার- আমাদের শৈশবের মনটা কিন্তু আজও ভারাকারান্ত সেই "না করা" জিনিসগুলোর জন্য। আর তার সাথেই জুড়ে আছে শরতের সেই অনাবিল অনুভূতিগুলো।
"চু কিত কিত" শব্দটার মাধ্যমে সেই প্রসঙ্গকেই তুলে এনেছেন কবি অমিত লস্কর। কখন যেন সেটা কবিতার আবহে হয়ে উঠেছে আমাদের নস্টালজিয়ার গদ্য। আন্তরিক ধন্যবাদ জানাই অমিতবাবুকে, আমাদের সাথে তাঁর লেখা ভাগ করে নেওয়ার জন্য।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment