কথামত আমরা পাশে পেলাম আরেকজন গুণী মানুষকে। লেখক ও বিশিষ্ট অনুবাদক সমর চন্দ। শিশু সাহিত্য, পত্রিকা সম্পাদনা, সাংবাদিকতা ও অনুবাদে তাঁর গভীর আগ্রহ উল্লেখযোগ্য। এবার আমরা পেয়েছি তাঁর লেখা।
ধন্যবাদ সমর বাবুকে, তাঁর লেখা আমাদের সাথে ও আমাদের নবপত্রিকার আপামর পাঠক বন্ধুর সাথে ভাগ করে নেবার জন্যও।
সংক্ষিপ্ত লেখক পরিচিতিঃ সমর চন্দ। জন্ম ৯ অক্টোবর ১৯৫০। সোনামুখী, বাঁকুড়া। দুর্গাপুর-আসানসোলের সাহিত্য আন্দোলনে যুক্ত থেকে "স্ফুলিঙ্গ" এবং "একলব্য" পত্রিকা সম্পাদনা করেন। সম্পাদনা তথা সাংবাদিকতা সূত্রে যুক্ত ছিলেন "লোকায়ত", "অয়স" ও "সাপ্তাহিক জনচিন্তা" পত্রিকার সঙ্গে। একদা আসানসোলের থেকে প্রকাশিত "দৈনিক পশ্চিমবঙ্গ সংবাদ"-এ কিছুদিন সাব-এডিটর হিসাবে কাজ করেন।
সাহিত্যকর্মী হিসাবে দীর্ঘদিন কাজ করার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অধ্যায় হল মানবেন্দু রায়, সমীর রায় ও সৌরাংশু সাহার সঙ্গে বিস্মৃত সাহিত্যিক রমেশচন্দ্র সেনকে পুনরুদ্ধার করা।
লেখকের অন্যান্য বই- মধ্যরাতের গান(কবিতা), রং বেরং, রমেশচন্দ্র সেনের গল্প ইত্যাদি।
প্রকাশিত কবিতাটি "খুঁজে বেড়াই মা-কে" শীর্ষক বই থেকে উদ্ধৃত।
ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা
সম্পাদক-নবপত্রিকা
No comments:
Post a Comment