Code

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Second Header

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday, October 13, 2015

দ্বৈরথ

কথামত আমরা পাশে পেলাম আরেকজন গুণী মানুষকে। লেখক ও বিশিষ্ট অনুবাদক সমর চন্দ। শিশু সাহিত্য, পত্রিকা সম্পাদনা, সাংবাদিকতা ও অনুবাদে তাঁর গভীর আগ্রহ উল্লেখযোগ্য। এবার আমরা পেয়েছি তাঁর লেখা।

ধন্যবাদ সমর বাবুকে, তাঁর লেখা আমাদের সাথে ও আমাদের নবপত্রিকার আপামর পাঠক বন্ধুর সাথে ভাগ করে নেবার জন্যও।

সংক্ষিপ্ত লেখক পরিচিতিঃ সমর চন্দ। জন্ম ৯ অক্টোবর ১৯৫০। সোনামুখী, বাঁকুড়া। দুর্গাপুর-আসানসোলের সাহিত্য আন্দোলনে যুক্ত থেকে "স্ফুলিঙ্গ" এবং "একলব্য" পত্রিকা সম্পাদনা করেন। সম্পাদনা তথা সাংবাদিকতা সূত্রে যুক্ত ছিলেন "লোকায়ত", "অয়স" ও "সাপ্তাহিক জনচিন্তা" পত্রিকার সঙ্গে। একদা আসানসোলের থেকে প্রকাশিত "দৈনিক পশ্চিমবঙ্গ সংবাদ"-এ কিছুদিন সাব-এডিটর হিসাবে কাজ করেন।

সাহিত্যকর্মী হিসাবে দীর্ঘদিন কাজ করার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অধ্যায় হল মানবেন্দু রায়, সমীর রায় ও সৌরাংশু সাহার সঙ্গে বিস্মৃত সাহিত্যিক রমেশচন্দ্র সেনকে পুনরুদ্ধার করা।

লেখকের অন্যান্য বই- মধ্যরাতের গান(কবিতা), রং বেরং, রমেশচন্দ্র সেনের গল্প ইত্যাদি।

প্রকাশিত কবিতাটি "খুঁজে বেড়াই মা-কে" শীর্ষক বই থেকে উদ্ধৃত।

ধন্যবাদান্তে,
সম্পাদক-নবপত্রিকা

No comments:

Post a Comment